Rajib Ghosh– হুগলিতে তৃণমূল শূন্য পাবে। উনিশে হাফ হয়েছে একুশে সাফ হবে। আমাকে আটকে রাখা যাবে না। হুগলির রোড শো থেকে এই ভাবেই বার্তা দিলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এদিন হুগলির তালডাংরায় বিজেপির পক্ষ থেকে Road Show এর আয়োজন করা হয়েছে। সেই রোড শোতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, MP লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং এবং স্বপন দাশগুপ্ত। শুভেন্দুর এই রোড শো ঘিরে কর্মীদের মধ্যে বিরাট উন্মাদনা তৈরি হয়েছে। বিশাল বাইক মিছিল রোড শোতে অংশগ্রহণ করেছে। তালডাংরা মোড় থেকে জিটি রোড ধরে সার্কাস মাঠ পর্যন্ত এই মিছিল যেতে চলেছে। এই মিছিল থেকে Subhendu বলেন, Prime Minister Narendra Modi মাওবাদী এবং বিচ্ছিন্নবাদীদের দেশজুড়ে জব্দ করে দিয়েছেন। এইরকম শক্তিশালী প্রধানমন্ত্রী একজন ভারতীয় নাগরিক হিসেবে এর আগে দেখিনি। কয়েকদিন আগে কলকাতায় টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃবৃন্দ। সেই মিছিলে হামলা হয় বলে অভিযোগ BJP নেতাদের। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী এবং TMC নেত্রী Mamata Bandyopadhyay জনসভা করেন। সেখান থেকে তিনি নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। তারপর এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে মমতার সমস্ত প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি সদর্পে ঘোষণা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে নন্দীগ্রাম থেকে হাফ লাখ ভোটে হারাবেন। তা না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। তারপরেই এদিন তিনি হুগলিতে রোড শোতে অংশ নিলেন। সেখানে তিনি হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের Spokesperson এবং MLA প্রবীর ঘোষালের উদ্দেশ্যে বলেন, প্রবীর ঘোষালকে বলবো মুখ না খুলে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি রাজনৈতিক কর্মী থাকবেন নাকি কোনো কোম্পানির কর্মচারী হয়ে যাবেন সেটা ঠিক করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অস্থিরতায় ভুগছেন বলে দাবি শুভেন্দুর। রাজ্যজুড়ে বিজেপিতে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারী একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছেন। তার সেই কর্মসূচি ঘিরে BJP কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা দিয়েছে। এদিন তিনি শাসক তৃণমুলকে আক্রমণ করার পাশাপাশি বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক নেতা-কর্মীদের বিজেপিতে যোগদান করার জন্য বার্তা দিলেন।