বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নির্বাচনী প্রচারে দুয়ারে রেশন প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ইশতেহারেও এই প্রকল্প ছিল। এবার করোনা অতিমারির সময়ে দেরি না করে রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে দিতে চাইছে। আগামী শুক্রবার থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজ্য সরকার প্রতিটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে। আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে। রাজ্যের খাদ্য দপ্তরের সচিব এর সঙ্গে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে ফুড কমিশনারের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালানোর জন্য রেশন ডিলার দের প্রতি কুইন্টাল দুশো টাকা করে কমিশন দিতে হবে। রাজ্য সরকার প্যাকেজিং বাবদ আলাদা খরচ দেবে। করোনা অতিমারির মধ্যে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিতে পারলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। তার সঙ্গে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হবে।