নিজস্ব সংবাদদাতা: মৃত্যুর প্রায় ১৪ মাস বাদে রিপোর্ট এল করোনা নেগেটিভ। যদিও মৃত্যুর আগে করোনা রিপোর্ট এসেছিল পজেটিভ। প্রসঙ্গত, ২০২০ সালের ১০ জুলাই কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের।
অভিযোগ, চারটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। ছেলের মৃত্যুর সুবিচারের আশায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চট্টোপাধ্যায় দম্পতি। কয়েকদিন আগে বেলঘড়িয়া থানা থেকে আরটিপিসিআর রিপোর্ট হাতে পাওয়ার পর চট্টোপাধ্যায় দম্পতি দেখেন ছেলে করোনা নেগেটিভ।
রবিবার বেলায় শুভ্রজিতের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। তিনি সাংসদ হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে অসহায় পরিবারের পাশে দাঁড়ান এদিন। সাংসদ অর্জুন সিং দাবি করেন, “একমাত্র সন্তানকে হারিয়ে চট্টোপাধ্যায় দম্পতি আদালতের মাধ্যমে বিচার পাবেন”। তার অভিযোগ, “রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বেহাল দশায় পরিনত। ছেলেকে হারিয়ে সুবিচারের আশায় রয়েছে চট্টোপাধ্যায় দম্পতি। আশা করা যায় আদালত সুবিচার দেবে”।

5 COMMENTS

Comments are closed.