নারদ কান্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সোমবার তদন্তের চার্জশিট করেছে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কে। এই বিষয় নিয়ে নারদা স্টিং অপারেশনের প্রধান ম্যাথু স্যামুয়েল সরব হয়েছেন। তার কথায় অনেকটা সময় লাগলো বিচার হতে। তবে এটা বহু প্রতীক্ষিত। স্বস্তি পেয়েছি। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী ও তো আমার থেকে টাকা নিয়েছেন। সেটা রেকর্ড করা হয়েছে। তাহলে তাকে গ্রেফতার করা হলো না কেন। সবার জন্যই এক বিচার হওয়া দরকার। নারদা মামলায় মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম থাকলেও তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ।