বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা শুরু হয়। নির্বাচনী সভায় আক্রমণ চালায় তৃণমূল।-বিজেপি এই অভিযোগ তুলেছে। নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সমাবেশে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। এই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়েছেন। নন্দীগ্রামের সোনাচূড়ায় এদিন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুভেন্দু কে কালোপতাকা দেখানো হয়। সোনাচূড়া বাজার ছাড়াও ভুতার মোড়ে ও মারধর সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, যুব মোর্চার কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বুঝতে পারছি না পুলিশ কী করছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে নন্দীগ্রাম শুভেন্দুর উপর ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াইয়ে নন্দীগ্রাম কেন্দ্র সরগরম হয়ে উঠেছে।