Rajib Ghosh– মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে এসেছিল তৃণমূল। কোনোটাই এখন নেই। তোলাবাজির সরকার চলছে। বিশাল জনসমাগম এটাই প্রমাণ করে বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। রাজ্যে 200 টি আসনে জয়লাভ করবে BJP মালদহের দলীয় কর্মসূচিতে এই কথা বলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি এদিন মমতার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এদিন মালদহে কেন্দ্রীয় ম্যাঙ্গো রিসার্চ ইন্সটিটিউটে জে পি নাড্ডা যান। সেখানে সাহাপুরে সহভোজের আয়োজন করা হয়েছিল। সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানের সহভোজের মঞ্চে বক্তৃতায় J P Nadda বলেন, 33000 গ্রামে পৌঁছে গিয়েছি। তাতে যুক্ত হয়েছেন 35 লাখ কৃষক। Mamata Bandyopadhyay বাংলার কৃষকদের জন্য অবিচার করেছেন। এখন 25 লাখ কৃষক প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা আবেদন জানানোর পরে পাল্টেছেন। এখন আর লাভ নেই। সহভোজে অংশ নিতে পেরে গর্বিত। এই রাজ্যে BJP ক্ষমতায় এলে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা হবে। এর পরেই কটাক্ষ করে নাড্ডা বলেন, যেখানেই যাই সেখানেই পিসি ভাইপোর ছবি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে নমস্তে বলার জন্য তৈরি আছেন। কৃষক সুরক্ষা অভিযান 10 জানুয়ারি শুরু হয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে মুষ্টি সংগ্রহ অভিযান হয়েছিল। তা দিয়েই নাড্ডার ভোজের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে মধ্যাহ্নভোজনের জন্য 30 জন কৃষককে বেছে নেওয়া হয়েছে। এদিন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মালদহের মিছিল থেকে গোলাপ নয়, চকোলেট ছুড়ে দিলেন। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জনসংযোগের জন্য বিভিন্ন কর্মসূচি নিতে শুরু করেছে BJP এদিন সেইজন্যই মালদহ এবং নবদ্দীপ সফরে এসে কর্মসূচি করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.