চারজন মানুষের মৃত্যু হল। অথচ তা নিয়ে দুটো রাজনৈতিক দলের তরজা চলছে। তাই সত্যি যাতে সামনে আসে সেই জন্য সিবিআই তদন্তের দাবি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি শীতলকুচি কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় এদিন মামলাটি দায়ের করেছেন অধীর চৌধুরী। সেইসঙ্গে নিহতদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি। অধীর চৌধুরীর দাবি শীতলকুচি কাণ্ডে রাজ্য পুলিশের সিআইডির তদন্ত করার এক্তিয়ার নেই। যেহেতু কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দেওয়া উচিত। 10 এপ্রিল কোচবিহারের মাথাভাঙ্গা থানার শীতলকুচি তে 2 টি আলাদা বুথে গুলি চালায়। মোট 5 জন নিহত হন। বেশ কয়েকজন আহত হন। শীতলকুচি 126 নম্বর বুথে সিআইএসএফ এর গুলি চালনায় 4 জন নিহত হয়। রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। যদিও শীতলকুচি কান্ডের তদন্তভার সিআইডি হাতে নিয়েছে। সিআইডির তদন্তকারী অফিসাররা মাথাভাঙ্গা থানা থেকে শীতলকুচি সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছেন। এর মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন।