নিজস্ব সংবাদদাতা: পুরনিগমের নির্বাচনে আবারও অশোক ভট্টাচার্যকে সামনে রেখে নির্বাচনে লড়ার সম্ভাবনা জিইয়ে রাখলো বামেরা। পাশাপাশি এবারের পুরনিগমের নির্বাচনে একঝাঁক নতুন মুখ দেখা যাবে বলে এমনই ইঙ্গিত দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
শিলিগুড়ি পুরনিগমের নির্বাচিত ভোটের মেয়াদ শেষ হয়ে গেলে রাজ্য সরকার প্রশাসক বসিয়ে বর্তমানে পুর বোর্ড চালাচ্ছে। তবে কলকাতা হাওড়া পুরসভা নির্বাচনের পরই হতে পারে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন। আর তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছে সমস্ত রাজনৈতিক দল। শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনকে সামনে রেখে শনিবার শিলিগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে জেলার সিপিএম নেতাদের সাথে বৈঠক করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার আহ্বায়ক অশোক ভট্টাচার্য সহ জেলা সিপিআইএমের নেতৃত্বরা। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমে সূর্যকান্ত মিশ্র বলেন, শিলিগুড়ি পুরনিগমের ও মহকুমা পরিষদ নির্বাচনে কাকে মুখ করে নির্বাচনে লড়াই হবে তা স্থির করবে জেলা কমিটি গুলি। তবে শিলিগুড়িতে বামেদের একমাত্র একক ভাবে লড়ার ক্ষমতা রয়েছে। অন্যদিকে তিনি বলেন এবারের নির্বাচনে যুবদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।