নিজস্ব সংবাদদাতা: শিক্ষকরা সমাজের মেরুদন্ড তাদেরকে এইভাবে শেষ হয়ে যেতে দেবেন না। এদিন এই ভাবেই রাজ্যের উদ্দেশ্যে বার্তা দিলেন সায়ন্তন বসু।
তাঁর কথায়, “যেভাবে কালকের এই শিক্ষকরা বিষ খেয়ে আত্মহত্যা করল এটা কোন মতেই বাঞ্ছনীয় নয়! শিক্ষকদের আত্মহত্যা একটা বাংলার লজ্জা”।
শিক্ষামন্ত্রীকে তিনি বলেন, “ত্রিপুরায় না গিয়ে আগে শিক্ষকদের সঙ্গে বসুন। শিক্ষকদের কথা জানান কেন এই পথ তারা বেছে নিলেন। আত্মহননের সেদিকটা আগে দেখুন তারপর ত্রিপুরা গিয়ে আন্দোলন করবেন! বিজেপি এটা নিয়ে রাজনীতি করবে না। একে শিক্ষকদের বাঁচার অধিকার দিতে হবে এবং যে শিক্ষক এই আচরণ করেছে তাদেরকে সারিয়ে তুলতে হবে”।
কেন এটা হল সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে বুধবার এনআরএসে গিয়ে এমন মন্তব্য করলেন সায়ন্তন বসু।
Without a doubt very completly happy to say your pot is awwsam.
reality it is very useful
nice