Rajib Ghosh– আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সেদিন মাঠে ছিলাম হয়তোবা কাম্য ছিল না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে জায়গায় ছিলেন উনি এই বিষয়টিকে উপেক্ষা করে পাস আউট করতে পারতেন। ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না দেওয়ার প্রসঙ্গে বললেন BJP নেতা মুকুল রায়। প্রসঙ্গত, ভিক্টোরিয়ার মঞ্চে Mamata Bandyopadhyay- কে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে ডাকা হলেই দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সেই স্লোগান শুনে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বলেন এটা রাজনৈতিক দলের কর্মসূচি নয়। বক্তব্য না দিয়ে তারপর মঞ্চে গিয়ে চেয়ারে বসে পড়েন। সেই প্রসঙ্গেই BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি Mukul Roy এই কথা বলেন। তিনি এদিন আরো বলেন, পার্লামেন্টে কৃষি আইন নিয়ে আলোচনা হয়েছে এবং সেটি পাস হয়ে গেছে। তারপরে অন্য কিছুই আলোচনার বিষয় নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরে আসার প্রসঙ্গে মুকুল বলেন, এখনো পর্যন্ত যা খবর এসেছে তাতে Amit Shah আগামীকাল কলকাতায় আসবেন। দুই দিনের মধ্যে অমিত শাহের চারটি কর্মসূচি রয়েছে। তার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। এরপরে TMC থেকে কেউ যোগদান করতে পারে কিনা সেই প্রসঙ্গে মুকুলের বক্তব্য, এরকম শোনা যাচ্ছে। 30 এবং 31 শে এই কর্মসূচিতে বহু মানুষ এবং প্রথিতযশা যে সমস্ত নেতারা আছেন তারা BJP-তে যোগদান করতে পারেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জায়গায় মারা গিয়েছিলেন সেই জায়গায় অমিত শাহর যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। এরপরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ঠাকুরনগরে যাওয়ার নির্ধারিত কর্মসূচি রয়েছে তার। বনগাঁর BJP MP শান্তনু ঠাকুর এর প্রসঙ্গে মুকুলের প্রশ্ন, তিনি যে ক্ষোভ করেছেন আপনার কাছে সেরকম কোনো তথ্য আছে? তার কোনো ক্ষোভ নেই। এগুলো আপনারা বলছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন মুকুল রায়। এদিন কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে বেশকিছু মানুষ BJP-তে যোগদান করেছেন। বিজেপির কার্যালয়ে এসে তারা যোগদান করেন বলে জানান মুকুল রায়।