Rajib Ghosh– সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে মানুষের বৃহত্তর স্বার্থে কাজ করা যায় না। তাই আমার সিদ্ধান্ত আগামীকাল জানাব। স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসছেন। 2 দিনের কর্মসূচি 30 জানুয়ারি শুরু হওয়ার কথা। এর আগে Amit Shah-এর উপস্থিতিতে বহু TMC MLA,MP, নেতারা BJP-তে যোগদান করেছেন। এবার যখন তিনি ফের আসছেন তখন সারা রাজ্য জুড়ে আবার জল্পনা শুরু হয়েছে। এবার তৃণমূলের কোন কোন নেতারা গেরুয়া শিবিরে যাচ্ছেন? কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মীরতন শুক্ল। MLA বৈশালী ডালমিয়া কে দল থেকে বহিষ্কার করেছে TMC উত্তরপাড়ার MLA প্রবীর ঘোষাল দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাকে শোকজ করেছে তৃণমূল। ফলে জল্পনা আরো জোরালো হয়ে উঠেছে। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর হাতে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ইস্তফাপত্র তুলে দেন। তারপরে তিনি বলেন, MLA থেকে পদত্যাগ করলাম। তবে এখনো দলের সদস্য। মন্ত্রিসভা ত্যাগ করার পরে কোনো সিদ্ধান্ত নিইনি। একটা মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য সময় নিয়েছি। তবে সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে গেলে একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকতে হবে। তা না হলে বৃহত্তর স্বার্থে নির্দল হয়ে কাজ করা যায় না। তাই সিদ্ধান্ত আগামীকাল জানাব। সিদ্ধান্ত নিলে Social Media-য় জানিয়ে দেব। এদিন রাজীব তার বক্তব্যে BJP-তে যোগদানের কথা স্পষ্টভাবে না বললেও তার বক্তব্যের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.