নিজস্ব সংবাদদাতা: ‘কাঁকড়ায় ভরা বিজেপি’, বাবুল সুপ্রিয়র মন্তব্যের পাল্টা আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। ‘ব্যাঙের’ সঙ্গে তুলনা করলেন বাবুল সুপ্রিয়কে। এদিন নদীয়ার শান্তিপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এর সমর্থনে প্রচারে আসেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শান্তিপুরের উপনির্বাচনে আমরা ১০০ শতাংশ জয় লাভ করছি। আমাদের সর্বশক্তি দিয়ে শান্তিপুরে আমরা লড়াই করব”। দল ভাঙ্গনের প্রসঙ্গে তিনি বলেন, “শুধুমাত্র কয়েকজন কর্মী তারা শাসকদলের চোখরাঙানির ভয়ে দল ছেড়ে চলে যাচ্ছে। কেউ কেউ আবার ভয়ে বাড়িতে বসে থাকছেন। এই ঘটনায় দলের জয়ের কোনো প্রভাব পড়বে না”।
দিন কয়েক আগে বাবুল সুপ্রিয় বিজেপি দলকে ‘কাঁকড়ায় ভরা দল’ বলে কটাক্ষ করেছিলেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “তাহলে উনি কি যখন বিজেপিতে ছিলেন তখন ‘ব্যাঙ’ হয়েছিলেন। সেই কারণেই তাকে সমুদ্র ছেড়ে ছোট ডোবায় ঝাঁপ দিতে হয়েছে”।