নিজস্ব সংবাদদাতা: “বাংলাদেশের যে জামাত পন্থী আমাদের দেশে সেই-ই আরএসএস”। এমনই মন্তব্য করলেন সিপিএমের হেভিওয়েট নেতা মহম্মদ সেলিম। তিনি আরো বলেন, “দেশের যেখানেই সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হয়েছে সেখানে এসেই সংখ্যালঘু মানুষের জন্য লড়াই করে গেছেন বামপন্থীরা। ভোট স্বার্থের জন্য কখনো বামপন্থীরা লড়াই করে না, বামপন্থীরা মানুষের জন্য লড়াই করে”।
সোমবার শান্তিপুরের উপনির্বাচনের ভোট প্রচারে এসে এমনই আক্রমন করলেন রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারকে।
তিনি জানান, “সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষ আর বিজেপি ও তৃণমূলকে চায় না। এই মেহনতী মানুষের আবার রাজ্যে শাসক দল হিসাবে বামফ্রন্টকে চাই। এই নির্বাচনে শান্তিপুর বাঁশির আশীর্বাদে সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো কে কি করবেন। দুর্নীতি ছাড়া এ রাজ্যের কোনো উন্নয়ন হয়নি। রাজ্য সরকার ভুরিভুরি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন তাতে মানুষ কখনই উপকৃত হয় না এবং আগামীদিনেও হবে না। মানুষ এর জবাব দেবে”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.