নিজস্ব সংবাদদাতা: ‘সাপ যখন ভয় পায় তখন ছোবল মারে’। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের নিজের বাস ভবন থেকে দলের শহীদ সম্মাণ যাত্রায় অংশ নিতে বেরোনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
একই সঙ্গে তিনি বলেন, “তৃণমৃল, বিজেপি ও সাধারণ মানুষকে এতোটাই ভয় পেয়েছে যে নানান ‘ভাঁওতার প্রকল্প’ আসছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এক ছাত্রও উপকৃত হবেনা”। পুরো ‘ভুলে ভরা’ এই প্রকল্প বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার দাবি করেন।
ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে ‘শহীদ সম্মাণ যাত্রা’ এদিন বাঁকুড়া শহরে শুরু হয়ে পুরুলিয়ার রঘুনাথপুর, পুরুলিয়া শহর, বলরামপুর, ঝিলিমিলি, বেলপাহাড়ি, বিনপুর হয়ে এদিন ঝাড়গ্রামে শেষ হয় বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।