Rajib Ghosh– উত্তরবঙ্গে গোহারা হেরেছি তাও কোনো লজ্জা নেই। কেন বলুন তো? আমরা জানি আপনারা এবার পুষিয়ে দেবেন। প্লিজ পুষিয়ে দেবেন তো? উত্তরবঙ্গের মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে এই কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মঞ্চে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন Mamata তখন তিনি এই কথা বলেন। 54 টি বিধানসভা রয়েছে এখানে। লোকসভা নির্বাচনে TMC এখানে একটি আসনে জয়লাভ করতে পারেনি। উত্তরবঙ্গ থেকে তৃণমূল লোকসভায় কোনো আসন না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ কে লক্ষ্য করেছেন। কিছুদিন আগে জলপাইগুড়ির জনসভায় তিনি জনগণের উদ্দেশ্যে বিষয়টি তুলে ধরেন। এদিনও তাকে একইভাবে বিধানসভা নির্বাচনে যেন লোকসভার মতো ফলাফল না হয় সেই উদ্দেশ্যেই বক্তব্য রাখতে হলো। এর মধ্যেই BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, TMC-কে জঙ্গলমহল আর উত্তরবঙ্গে খুঁজে পাওয়া যাবে না। রাজ্যের সব জায়গাতেই এবার পদ্মফুল ফুটবে। তাই তারপর থেকেই দলীয় সংগঠনকে মজবুত করার জন্য TMC বিশেষ গুরুত্ব দিয়েছে। উত্তরবঙ্গে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করেছেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার গেলেন সেখানে। সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে তিনি আক্রমণ করেন। BJP সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ তার। মমতা বলেন, ভোটের আগে নাকি বাংলায় রাস্তা বানাবে। বাংলায় করতে হবে না। আমি রাস্তা তৈরি করে দেবো। চার দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন CM মমতা বন্দ্যোপাধ্যায়।