Rajib Ghosh– লাল-হলুদ শিবিরের পাখির চোখ 12 ই ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ। জামশেদপুর এর বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন মাঠি স্টেনম‍্যান। তারপরে 68 মিনিটে গোল করেন পিলকিংটন। টানা 5 ম্যাচের পরে জিতে লিগ টেবিলের নবমস্থানে এস সি ইস্টবেঙ্গল উঠে এসেছে। লাল-হলুদের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনি গ্র্যান্ট বলেছেন, প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করা কঠিন হলেও অসম্ভব নয়। ভুলত্রুটি শুধরে উন্নতি করার চেষ্টা করতে হবে। দুই বাঙালি ফুটবলার সার্থক গলুই ও সৌরভ দাস মুম্বই সিটি এফসি থেকে যোগ দিয়েছেন লাল হলুদে। দুই তারকা উচ্চসিত। সার্থক বলেছেন, এসসি ইস্টবেঙ্গল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচ রবি ফাওলারকে এই জয় উৎসর্গ করেছি। সৌরভ বলেন, লাল হলুদ জার্সিতে ম্যাচে জয়ের অনুভূতি অসাধারণ। ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান রবি ফাওলার। কিছুক্ষণ পরেই হোটেলের গেটে দাঁড়িয়ে স্বাগত জানান ফাওলার।