Rajib Ghosh– বিধানসভার নির্বাচনে একমাত্র পাখির চোখ রাজ্যের ক্ষমতা দখল করা। সেই লক্ষ্যে বিজেপির যুব মোর্চার নতুন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রে BJP-র যুব মোর্চার পক্ষ থেকে বাইক র‍্যালি করা হবে। এর নাম দেওয়া হচ্ছে যুব আক্রোশ অভিযান। এই কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি এবং বিষ্ণুপুরের MP সৌমিত্র খাঁ বলেন, রাজ্যের যুবসমাজের প্রতি যেভাবে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এই কর্মসূচি। রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা কোনো চাকরি পাচ্ছেন না। প্রাইমারিতে দুর্নীতি হয়েছে। বনদপ্তর,সেচদপ্তরে দুর্নীতি হয়েছে। বাংলার যুব সমাজ কোনো নিয়োগের সুযোগ পাচ্ছে না। তাই যুব আক্রোশ অভিযান নাম দিয়েই কর্মসূচি নেওয়া হয়েছে। যুব মোর্চার এই নতুন কর্মসূচির রণকৌশল ঠিক করার জন্য দিল্লি গিয়েছেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর সঙ্গে বৈঠক করবেন। সেখানে BJP নেতা বিএল সন্তোষ থাকতে পারেন। এর আগে দেশের অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্ব ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জয়পুরের যুব আক্রোশ র‍্যালির সূচনা করেছিলেন। BJP MP সৌমিত্র খাঁ বলেন, বাংলার যুব সমাজের TMC-র প্রতি ঘৃণা আক্রোশ তৈরি হয়েছে। চাকরি না পেয়ে তারা হতাশ হয়েছেন। সেই হতাশা থেকেই আক্রোশ তৈরি হয়। অভিযানে আক্রোশ শব্দ প্রসঙ্গে বলেন তিনি। TMC মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আসলে সৌমিত্র খাঁর আক্রোশ দিলীপ ঘোষের উপর। যুব মোর্চার আক্রোশ বিজেপির ওপর।