Rajib Ghosh– দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত। এখানকার উন্নয়নের জন্য আলাদা পরিকাঠামোর প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে অনেক কিছুই দক্ষিণবঙ্গের সঙ্গে মেলে না। তাই দল এই সিদ্ধান্ত নিয়েছে। শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজ্যের বিধানসভা নির্বাচনে BJP উত্তরবঙ্গের জন্য আলাদা ইস্তেহার প্রকাশ করতে চলেছে। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দলই তাদের ইস্তেহার প্রকাশ করে। তবে উত্তরবঙ্গের জন্য আলাদা ইস্তেহার প্রকাশ করার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে BJP উত্তরবঙ্গ কে যথেষ্ট গুরুত্ব দিতে চলেছে। লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে বিজেপি যথেষ্ট সাফল্য পেয়েছে। TMC পর্যুদস্ত হয়েছে। তাই রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে উত্তরবঙ্গ কে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়ন করেছেন। TMC ক্ষমতায় ফিরলে আরও উন্নয়ন হবে। এই প্রসঙ্গে BJP মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের অনেক কিছুই মেলে না। আমরা উত্তর এবং দক্ষিণ আলাদা করতে চাইনা। উত্তরবঙ্গের চাহিদার কথা মাথায় রেখে উন্নয়নের দিশা নির্দেশ থাকবে।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        
			










