Rajib Ghosh– আমি অগ্রগণ্য বিপ্লবী রাসবিহারী বসুকে সশ্রদ্ধ প্রণাম জানাই। পরাধীন ভারতে তার সাংগঠনিক দক্ষতা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। গদর আন্দোলন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন এর তিনি অন্যতম ব্যক্তিত্ব। তার আত্ম বলিদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। টুইটারে লিখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাঙালি অস্মিতা নিয়ে TMC-BJP-র মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। 12 ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজেপির পক্ষ থেকে যেরকম কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনি তৃণমূল ওই দিনটি পালন করেছিল। 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে রাজ্যে প্রধানমন্ত্রী Narendra Modi আসছেন। সেই দিন তিনি কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Bandyopadhyay নেতাজির জন্ম দিবসে পদযাত্রার আয়োজন করেছেন। গত ডিসেম্বরে বাংলায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah সেখানে তিনি জানান, ক্ষুদিরাম বসু শুধু বাংলার নয়, সারা ভারতের গর্ব। প্রসঙ্গত, BJP-র বিরুদ্ধে TMC-র অভিযোগ ছিল, বাংলার সংস্কৃতি বিরোধী তারা। হিন্দি বলয়ের সংস্কৃতিতেই সাবলীল ভারতীয় জনতা পার্টি। ফলে 2021 এর বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে BJP একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছে ঠিক সেইসময় বাঙালির মনীষীদের নিয়ে একাধিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে TMC এবং BJP-র মধ্যে। এতদিন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। এবার সেই তালিকায় উঠে এলো বিপ্লবী রাসবিহারী বসুর নাম। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে দিল্লি ষড়যন্ত্র,বেনারস ষড়যন্ত্র এবং গদর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন রাসবিহারী বসু। 1942 সালে Indian Independence League তৈরি করেন তিনি। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে সেই দায়িত্ব তুলে দেন রাসবিহারী বসু। সেটাই আজাদ হিন্দ ফৌজ। ফলে বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের সমর্থন তাদের পক্ষে নিয়ে আসার জন্য বাঙালি মনীষীদের নিয়ে শাসক TMC এবং বিরোধী BJP-র মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লবী রাসবিহারী বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংরেজিতেও টুইট করেছেন।