বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী-সমর্থকেরা ক্ষোভ জানান। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে প্রার্থী করায় দলীয় কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী করায় কৃষ্ণা ভট্টাচার্যের প্রশ্ন 80 বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কি করে টিকিট দেয়? আগেরবার উত্তরপাড়া বিধানসভা থেকে নির্বাচনে কৃষ্ণ ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী কি পথভ্রষ্ট হয়ে গেলেন? লালকৃষ্ণ আডবানী মুরলী মনোহর যোশীকে টিকিট দেননি। কারণ তাদের 75 বছরের বেশি বয়স হয়েছিল। আজকে 90 বছরের একটা লোক প্রার্থী হল। নরেন্দ্র মোদী বিজেপিকে জোকার বানিয়ে দিল। বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। সিঙ্গুরের বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র কে প্রার্থী করতে হবে। এই দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য কিছুদিন আগে টিকিট না পাওয়ায় বিজেপিতে যোগ দেন। তার সঙ্গে সিঙ্গুর আন্দোলনের এক নেতা বেচারাম মান্নার বিবাদ চলছিল। তাকে প্রার্থী করা হয়েছে জানতে পেরেই বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি সাংসদ লকেট চট্টোপাধ্যায় টাকা নিয়ে বেচারামকে টিকিট বিক্রি করেছেন। যখন দল ক্ষমতায় আসতে চলেছে তখন বেচারাম এর কাছে দল টিকিট বিক্রি করে দিল।