আমি শুনেছি উনি নিজে রিকশা চালিয়ে নমিনেশন ফাইল করতে গেছেন। এটা কি ফ্যাক্ট? তখন সেখানে উপস্থিত স্থানীয় নেতারা বলেন, হ্যাঁ দিদি। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভেরি গুড। আমি নিজেও রিকশা চালাতে পছন্দ করি। স্কুটি চালাতে পছন্দ করি। সব কাজ করতেই পছন্দ করি। এদিন নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলাগড়ে প্রচারে যান। সেখানে এবার দলিত সাহিত্য একাডেমীর চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারী কে প্রার্থী করেছেন। মনোরঞ্জন ব্যাপারী একসময় রিকশা চালাতেন রান্নার কাজ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেই কথা জানান। তিনি আরো বলেন, দলিত সাহিত্য অ্যাকাডেমীর একটা সেকশন বলাগড়ে গড়ে দেবেন। যাতে নির্বাচনে জেতার পরে মনোরঞ্জন ব্যাপারী অ্যাকাডেমির কাজ বলাগড় থেকেই করতে পারেন। মনোরঞ্জন জেতার পরে স্থানীয় নেতারা যেন সব কাজে তাকে সাহায্য করেন। এই ব্যাপারে অসীমা পাত্র দের তিনি দায়িত্ব দেন। বেশ কিছুদিন আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাজরা মোড় থেকে নবান্ন পর্যন্ত স্কুটিতে চেপে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম চালাচ্ছিলেন পিছনে মমতা বসে ছিলেন। ফেরার সময় নবান্ন থেকে বেরিয়ে মমতা নিজেই স্কুটি চালানোর চেষ্টা করেন। তখন দেখা যায় তিনি ঠিকমতো ব্যালেন্স রাখতে পারছেন না। তার নিরাপত্তারক্ষীরা তাকে সামলে নেন।