নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলতি বছরে করোনা আবহে এই প্রথমবার রাজ্যে অফলাইনে পরীক্ষা দিতে চলেছেন পড়ুয়ারা। পরীক্ষাকেন্দ্রে সশরীরের হাজির থাকতে হবে তাঁদের। শুধু রাজ্য নয়, ভিন রাজ্যেও বহু পড়ুয়া এই পরীক্ষা দেবেন। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবহণ ব্যবস্থা। তবে তাঁদের জন্য কন্ট্রোল রুম চালু করছে শিক্ষা দপ্তর। শুক্রবার সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণায় করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার ৯২ হাজার ৬৯৫ জন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন। এ রাজ্য থেকে পরীক্ষা দেবেন ৬০ হাজার ১০৫জন। ভিন রাজ্যের ৩১ হাজার ৫৯৪ জন পরীক্ষা দেবেন। তাঁদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৬ জুলাই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কন্ট্রোল রুম চালু থাকবে। আবার ১৭ জুলাই সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম। পড়ুয়াদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখবে এই কন্ট্রোল রুম। উচ্চ শিক্ষাদপ্তরের আধিকারিকদের নিয়ে কন্ট্রোল রুম খোলা থাকবে। চালু হয়েছে বেশকিছু হেল্পলাইন নম্বরও। নম্বর গুলি হল 033-2367-1149, 033-2367-1199। টোল ফ্রি নম্বর 18001023781 এবং 18003450050।
অন্যদিকে, ইতিমধ্যেই শেষ হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাজ। প্রাথমিকে প্রায় ১০ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ গুলিতে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে এই প্রথম কোন চাকরির অনলাইন কাউন্সেলিং সম্পন্ন করল রাজ্য সরকার। এবিষয়ে পরবর্তী নথি মিলবে www.wbbpe.org ওয়েবসাইটে।
একইসাথে উচ্চ প্রাথমিকেও ইন্টারভিউয়ের সময়সীমা এগিয়ে এল। ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদের ইন্টারভিউ চলবে ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানার ওয়েবসাইটটি হল- www.westbengalssc.com আর হেল্প লাইন নম্বরগুলি হল – 9051176400/ 9051176500/ 9830450218/ 9830454219.