রাজ্যে নতুন করে করোনা ছড়ানোর জন্য জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তার মধ্যেই চলছে জমিয়ে ভোট প্রচার। মমতা বলেন, রাজ্যে ওরা আবার কোভিড ছড়িয়ে দিয়েছে। আমরা ভালো করে দিয়েছিলাম। সময়ের মধ্যে যদি টিকা দিয়ে দিত তাহলে আর কোভিড হতো না। ভোট প্রচারের নামে বাইরে থেকে প্রচুর লোক এনেছে। তারা এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। আগেরবার যখন কোভিড হয়েছিল তখন এরা কেউ আসেনি। এখন এসেছে ভোট প্রচারের জন্য। তিনি আরো বলেন, বিজেপি কিরকম ছদ্দবেশী ধর্ম করে জানেন। রাজবংশী এলাকায় বলবে উদ্বাস্তুদের পছন্দ করিনা। উদ্বাস্তু এলাকায় উল্টো বলবে। জেনে রাখুন সব উদ্বাস্তুদের আইনি স্বীকৃতি দিয়ে দিয়েছি। ওরা হিন্দু-মুসলমানের গন্ডগোল লাগায় শুধু নয়। রাজবংশীদের সঙ্গে কামতাপুরীদের লড়াই লাগিয়ে দেয়। হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের লাগায়। জলপাইগুড়ির সঙ্গে আলিপুরদুয়ারের লড়াই লাগিয়ে দেয়। এরকম দল দেখিনি। কোভিডে লোক মারা যাচ্ছে। বিজেপির পার্টি অফিস থেকে ইনজেকশন দিচ্ছে। ইনজেকশন দিতে গেলেও জানতে হবে ওটা আসল কিনা। ওটা ডাক্তারদের কাজ। এদিন জলপাইগুড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।