Rajib Ghosh– রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না। দম বন্ধ হয়ে আসছে। এই অভিযোগ করেন দীনেশ। রাজ্যের চারিদিকে হিংসা চলছে। কিছু বলা যাচ্ছে না। ইস্তফা দিয়ে মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তারপর থেকেই দীনেশের BJP যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট হয়নি। দীনেশ ত্রিবেদীর ইস্তফার বিষয়ে TMC-র পক্ষ থেকে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু কে চিঠি লিখে তদন্তের দাবি করে দলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় সেখানে লিখেছেন, দলের সুপারিশ না থাকা সত্ত্বেও 12 ফেব্রুয়ারি দীনেশ ত্রিবেদী রাজ্যসভায় কিভাবে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন? তার নির্দিষ্ট আসন থেকে উঠে অন্য আসনে দাঁড়িয়ে কি করে তিনি বক্তব্য রাখলেন? নিজের রাজনৈতিক মত প্রকাশ করলেও সভা পরিচালনার দায়িত্বে থাকা উপ-সভাপতি তাকে রুখলেন না কেন? এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দীনেশ বিজেপির সঙ্গে আঁতাত করে ইস্তফা দিয়েছেন। সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে বেনজির ভাবে TMC MP দীনেশ ত্রিবেদী ইস্তফা ঘোষণা করেন। তার আগেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই সময় তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে চর্চা হচ্ছিল। যদিও তিনি পরিষ্কারভাবে কিছু বলেননি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাছে হেরে যান তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। তারপরে তাকে দলের পক্ষ থেকে রাজ্যসভায় মনোনীত করা হয়। দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূলের পক্ষ থেকে দীনেশ ত্রিবেদীর ইস্তফা ঘোষণাকে বেনজির বলে উল্লেখ করেছেন সুখেন্দু শেখর রায়।