শীতলকুচি তে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বিক্ষোভের মুখে পড়লেন। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রাজ্যপাল জগদীপ ধনকর কে কালোপতাকা দেখানো হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে জাগদীপ ধনকার বলেন, সাংবিধানিক পদ কে মুখ্যমন্ত্রী কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। রাজ্যপাল বলেন, বাংলা ছাড়াও চার রাজ্যে নির্বাচন হয়েছে। কোথাও রক্তপাত হয়নি। শীতলকুচি তে গিয়ে ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী মানিক মৈত্রের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। কিন্তু বাড়িতে কেউ ছিলেন না। তিনি এলাকার প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক কে নিয়ে কোচবিহারের বেশ কিছু জায়গায় যান রাজ্যপাল। যেসব এলাকায় ভাঙচুর হামলা চালানো হয়েছে সেগুলো ঘুরে দেখেন তিনি। এদিন সকালেই টুইটে রাজ্যপাল লেখেন এই সংকটের সময় ঐক্যবদ্ধ ভাবে কাজ করা প্রয়োজন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী দুইজনের পদ সাংবিধানিক। চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় ভোট হয়েছে। এখানে হিংসার ঘটনা ঘটেছে। রাজ্যপালের বক্তব্যে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান রাজ্যপাল সাংবিধানিক রীতি ভাঙছেন। এদিন শীতলকুচি সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.