Rajib Ghosh– আগামীকাল 12 ঘন্টার বাংলা বনধ ডাকল বামেরা। 16 টি বাম দলের পক্ষ থেকে এই বনধের কথা ঘোষণা করা হয়। এদিন সকালে নবান্ন অভিযান কে কেন্দ্র করে ধর্মতলা রণক্ষেত্র হয়ে ওঠে। বাম ছাত্র যুবদের এই কর্মসূচীতে কলেজস্ট্রিট থেকে 10 টি সংগঠনের সদস্যরা মিছিল করে এগোতে থাকেন। সেই সময় ধর্ম তলায় পুলিশি ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোতে গেলেই উত্তেজনা শুরু হয়। পুলিশ জলকামান দিয়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছোড়া হয়। বহু বাম ছাত্র যুব কর্মী-সমর্থকদের মাথা ফেটে গিয়েছে। অ্যাম্বুলেন্সে করে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হয়েছেন অনেকেই। অভিযোগ আন্দোলনকারীদের দিক থেকে ইট ছোড়া হয়। তারপরেই পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বাম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় নবান্ন অভিযান ঘিরে ছাত্র-যুবকদের ওপর পুলিশি নির্যাতন করেছে তা গণতন্ত্রের উপর আঘাত। তার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বনধ ডেকেছে তারা। শুক্রবার ভোর 6 টা থেকে সন্ধ্যা 6 পর্যন্ত চলবে এই বনধ।