Rajib Ghosh– দিদির প্রতি এখনো শ্রদ্ধা আছে। বিজেপিতে যোগ দিয়েছি দিদির বিরুদ্ধে মন্তব্য করার জন্য নয়। উনি অনেক ভালো। দিদির কাছে রাজনৈতিক জীবনে আশীর্বাদ চেয়েছি। বিজেপিতে যোগ দিয়ে এই কথা বললেন অভিনেতা যশ দাশগুপ্ত। এদিন টলিউডের বেশকিছু অভিনেতা-অভিনেত্রীরা বিজেপিতে যোগদান করেন। সেখানে যশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এই কথা বলেন। তিনি আরো বলেন, একটা লোককে নিয়ে দল তৈরী হয় না। দলের মধ্যে আরো অনেক লোক থাকে। তারা এখন কাজ সঠিকভাবে করছে না। বিজেপিতে গিয়ে সঠিকভাবে কাজ করতে পারব। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে সদ্য নির্মিত মিডিয়া সেন্টারে যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ বেশকিছু অভিনেতা-অভিনেত্রীরা বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সহ আরো অন্যান্যরা। সেখানে যশ আরো বলেন, শুধু পর্দার মুখ বা রাজনীতির পুতুল হয়ে থাকতে চাই না। মানুষের জন্য কাজ করতে চাই। এর আগে টালিগঞ্জের বেশকিছু অভিনেতা-অভিনেত্রী, শিল্পীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছেন। যখন সামনে বিধানসভা নির্বাচন তার আগে টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের বিজেপিতে যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ।