রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি লিখেছেন তিনি। মমতার দাবি রাজ্যে এখনও যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন মিলছেনা। রেমডিসিভির অক্সিজেন এবং অন্যান্য নানা ওষুধের যোগান কম বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর আগে গত 24 শে ফেব্রুয়ারি একটি চিঠি লিখেছিলেন। তাতে তিনি জানান রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে বিনা মূল্যে টিকাকরণ কর্মসূচি করতে চায়। সেই জন্য কেন্দ্রের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ভ‍্যাকসিন সরবরাহ করা হয়। বিভিন্ন বেসরকারি কোম্পানির কাছ থেকে টিকা কিনে রাজ্যের মানুষকে দেওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির এখনো কোনো উত্তর মেলেনি বলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ভোটের আবহে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রচারের জন্য বাইরের লোকজনের আগমনে রাজ্যে করোনা বাড়ছে। এই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের কথা চিঠিতে লেখা হয়েছে বলে জানা গেছে। মমতা লিখেছেন করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে রাজ্যে ওষুধ এবং অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিয়েছে। এই সঙ্কট মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রয়োজন।