নিজস্ব সংবাদদাতা: শিল্প সম্মেলন এর শিল্পটা কোথায় ! এতদিন শিল্প-বাণিজ্য মেলা হয়ে আসছে তৃণমূল সরকারের পক্ষ থেকে কিন্তু বিনিয়োগটা কোথায় সেটাই তো লক্ষ্য করা যাচ্ছে না! এদিন কার্যত এই ভাষাতেই রাজ্য সরকারের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। কারণ তিনি চান পশ্চিমবাংলায় শিল্প হোক। বেকার সমস্যার সমাধান সারা দেশের মধ্যে একটা নজির সৃষ্টি করুন! পশ্চিমবাংলায় এখন বাস্তব পরিস্থিতি শিল্পের আকাল চলছে এই বাংলায়! শিল্প বাণিজ্য মেলা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দেওয়ার মেলা! তাই এই সব কিছুর বদলের জন্যেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর করা আমন্ত্রণের সাধুবাদ জানিয়েছেন”।
রাহুল সিনহার এই মন্তব্যের পালটা জবাব অবশ্য মেলেনি তৃণমূলের পক্ষ থেকে।