নিজস্ব সংবাদদাতা: ‘বিজেপির একজন প্রতিনিধি হিসাবে বলতে পারি উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে’। উপ নির্বাচন নিয়ে প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায়ের মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে রাজনীতির অন্দরে।
তৃণমূলে যোগদান করলেও তিনি কি আদেও বিজেপিকে মন থেকে ভুলতে পারেননি।
এদিন তৃণমূলের সাংগঠনিক কাজে নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। প্রথমে তিনি কৃষ্ণনগর বেলডাঙ্গার দলীয় কার্যালয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর কৃষ্ণনগর পৌরসভায় গেলে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়।
উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি একজন প্রাক্তন বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হবে। বিজেপি স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে”। যদিও পাশের নেতারা পরবর্তী তার মন্তব্যের সঠিক ব্যাখ্যা করে দেন। তবে রীতিমতো প্রশ্ন উঠেছে একজন প্রথম সারির নেতৃত্ব কিভাবে বারংবার এই ভুল ব্যাখ্যা করতে পারেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.