Rajib Ghosh– দীর্ঘ 9 বছর আগের কথা। একটি ব্যঙ্গ চিত্র আঁকার কারণে যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র কে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে এবং জেলে যেতে হয়। অম্বিকেশ মহাপাত্রর ব্যঙ্গচিত্রে যে ছবি ছিল সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন সময়ে রেল মন্ত্রীর দায়িত্ব পাওয়া মুকুল রায় এবং রেল মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়া দীনেশ ত্রিবেদীর ছবি ছিল। সেই ছবিতে যে শব্দটি ছিল দুষ্টু লোক ভ্যানিশ। এদের মধ্যে মুকুল রায় বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন। দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তৃণমূল ত্যাগ করেছেন। জানা যাচ্ছে দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদান করতে পারেন। যদিও বিষয়টি স্পষ্ট নয়। তবে দীনেশ বলেছেন নরেন্দ্র মোদী তার বন্ধু। ফলে তিনি বিজেপি যেতে পারেন বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এক সংবাদমাধ্যমে বলেন, ওরা চলে গেলেন কিন্তু এখনো সেই মামলায় নিয়মিত হাজিরা দিতে হয়। সেই সময় তৃণমূলের লোকেরা এবং পুলিশ মিলে যে ব্যবহার করেছে মুখ্যমন্ত্রীর তাতে সমর্থন ছিল। এটাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলা হয়েছিল। কিন্তু 9 বছর সময়ের মধ্যে তার প্রমাণ দিতে পারেনি। সেই সময়ে অম্বিকেশ মহাপাত্র জেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং প্রতি হিংসা মূলক ব্যবহারের অভিযোগ করেন। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তারপরে কোচবিহার এবং ঠাকুরনগরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সভা থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ করেন। সেই প্রসঙ্গে তারা অম্বিকেশ মহাপাত্রর ব্যঙ্গচিত্রের প্রসঙ্গটি তুলে ধরেন। অম্বিকেশ এর কথায়, তথ্যপ্রযুক্তি আইনের যে ধারায় মামলা করা হয়েছিল দেশের বিভিন্ন রাজ্যে সেই ধারা প্রয়োগ করে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। শীর্ষ আদালত ওই ধারাটি বাতিল করে দেয়। কিন্তু আমার বিরুদ্ধে মামলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যেভাবে এই কাজ হচ্ছে ঠিক সেইভাবেই দেশজুড়ে সাংবাদিক এবং সমাজকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কেন্দ্র এবং রাজ্যের দুই সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। আরো বলেন, রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী তকমা দিচ্ছেন তেমনি বিজেপি বিরোধিতা করলে বলছে আরবান নকশাল। পাশাপাশি অম্বিকেশ এর বক্তব্য, এখন তার গ্রেফতারি এবং হেনস্থা নিয়ে মুকুল রায় ও দীনেশ ত্রিবেদী কি বলেন তা জানার ইচ্ছা রয়েছে। এক সংবাদমাধ্যমে অম্বিকেশ মহাপাত্র একথা জানান।