Rajib Ghosh– মাত্র 5 টাকার বিনিময়ে পেট ভরে খাবার দেওয়ার প্রকল্প চালু করল রাজ্য সরকার। কলকাতার সবকটি ওয়ার্ড মিলিয়ে 50 হাজারের বেশি মানুষ 5 টাকায় ডাল, ভাত, তরকারি এবং ডিম পাবেন। কলকাতার 144 টি ওয়ার্ডে এই সুবিধা পাওয়া যাবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মা প্রকল্পের সূচনা করলেন। ধীরে ধীরে সারা রাজ্যেই এই প্রকল্প চালু হবে বলে জানান তিনি। এছাড়াও এদিন দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্পের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর বাণিজ্যিক সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান পেশ করেন। সেখানে 32 হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হয় দুর্গাপূজার সময়। এদিন আরো বেশকিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ডেটা সেন্টার, রাজারহাট এবং কল্যাণী শহরে 4 টি আইটি পার্ক, তাপবিদ্যুৎ প্রকল্প, ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ ক্যান্সার সেন্টার সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন মমতা। বাগদায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উদ্বোধন করেন তিনি। ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেকোনো মৃত্যুই দুঃখজনক, সুজন চক্রবর্তী কে ফোন করেছিলাম। বাড়ির লোককে জানানো হয়নি কেন। যদি ছেলেটির পরিবার মনে করে তাহলে চাকরি দিতে তৈরি রাজ্য সরকার। বিজেপির উদ্দেশ্যে আক্রমণ করে মমতা বলেন, বিজেপির আইটি সেল চূড়ান্ত নোংরামো করছে। কঠোর পদক্ষেপ করার জন্য পুলিশকে বলব। নির্বাচন এলেই গ্যাসের দাম কমে ফের বেড়ে যায়। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে পদক্ষেপ করার জন্য বলব। নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।