Rajib Ghosh– যখন বাংলায় শিল্পের বন্ধ্যাত্ব নিয়ে এত সরগরম, সেই সময় বিশিষ্ট শিল্পপতি আদিত্য বিড়লা গ্রুপের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রঞ্জন ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সাংবাদিক বৈঠকে তার যোগদান নিয়ে এই মন্তব্য করেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি Mukul Roy প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের পরিস্থিতি যথেষ্ট খারাপ। সেই বিষয় নিয়ে একাধিকবার BJP সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ তৈরী হয়নি বলে বিরোধিতা করেছেন। তিনি তার ফেসবুক লাইভে সরকারি চাকরি না পেলেও যদি কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা সম্ভব হতো তাহলে এখানে অনেক মানুষের কান্না বন্ধ হয়ে যেত বলে মন্তব্য করেছেন। শিল্প তৈরীর ক্ষেত্রে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার প্রসঙ্গটি উঠে এসেছে। ঠিক সেইসময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি Mukul Roy এর হাত ধরে Aditya Birla গ্রুপ এর মত একটি বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিল্পপতির ভারতীয় জনতা পার্টিতে যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। সেই বৈঠকে মুকুল রায় আরও বলেন, বিজেপির এই যোগদান কর্মসূচিতে এছাড়াও ইন্টারনাল মেডিসিন এর বিশিষ্ট চিকিৎসক, সিপিআইএমের বিশিষ্ট নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই এদিন যোগদান করেছেন। বামপন্থী ইউনিয়নের রাজ্য শাখার সম্পাদক, সহ-সভাপতি থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরাও এদিন গেরুয়া শিবিরে যোগদান করেন। বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষদের যোগদান করতে দেখেছেন কিন্তু কোনো প্রতিষ্ঠিত Industrialist কে এইভাবে যোগদান করাতে তারা পারেননি। একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই এদিন বিশিষ্ট শিল্পপতি যোগদান করলেন বলে দাবি মুকুলের। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে Prime Minister Narendra Modi যে কর্মসূচি গ্রহণ করেছেন তাতে স্থির বিশ্বাস আগামী দিনে এই বিষয়ে যারা একাধিক বার আবেদন করেছিলেন সেই সমস্যার সুরাহা হবে। প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই আবেদন পৌঁছে দেব। বলেন মুকুল রায়। রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ফুল বেঞ্চ এসেছে। সেখানে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিদল যাবেন। তবে এই প্রসঙ্গে মুকুলের বক্তব্য, রাজ্য নির্বাচন আধিকারিকরা দীর্ঘদিন ধরে রাজ্যে নির্বাচন পরিচালনা করছেন। তাদের কাছে আবেদন রাখবো বাংলার মানুষের কাছে তাদের স্বচ্ছ ভাবমূর্তি রাখবার প্রয়োজন রয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Video Link :- https://youtu.be/OSuitH3X8Bg