Rajib Ghosh– কুলতলির মাটিতে বড় বড় কথা বলেছিল ভাইপো। সিবিআই ইডি কাঁচকলা করবে। এখন দুয়ারে সরকার নয় দুয়ারে সিবিআই। কটাক্ষ করে বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেকের স্ত্রী রুজিরাকে কয়লা কাণ্ডে জেরা করার জন্য তার বাড়িতে যায় সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আগে অভিষেকের বাড়িতে যান। তিনি বেরিয়ে যাওয়ার পর সিবিআই সেখানে যায়। এর আগে একাধিক জনসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থাইল্যান্ডের অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা জমা পড়েছে বলে অভিযোগ করেন। সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, থাইল্যান্ডের ব‍্যাঙ্কের চেক বারুইপুরের সভায় দেখিয়েছিলাম। ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে লালার টাকা জমা হয়েছিল। আমি কারো বোন বা বউ বলিনি। ভাইপো বলল আমার স্ত্রীকে টেনে আনছে। বিদেশে টাকা পাচার করলে স্ত্রীকে টেনে আনবে না? এদিন অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যান। সেই বিষয়ে শুভেন্দু বলেন, ভাইপো 100 কোটির বিরাট প্রাসাদ বানিয়েছে। সিবিআই না গেলে এই প্রাসাদ কেউ দেখতে পেত না। আজ মাননীয়া বলতে গিয়েছিলেন বৌমা আমার কীর্তিমান ভাইপোর নামটা বলবে না। এদিন শুভেন্দু আরও বলেন, অপেক্ষা করুন। আগে চেক দেখিয়েছিলাম। এবার লালার ডায়েরি দেখাবো। কোথা থেকে কত টাকা তুলেছেন সব রয়েছে। ভাইপোর শ্যালিকার স্বামীর নাম অঙ্কুশ অরোরা। অঙ্কুশের বাবার নাম পবন অরোরা। ভাইপোর শ্যালিকাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। সবুজ সাথীর সাইকেল সাপ্লাই করে ওরা। সবুজ সাথী প্রকল্পের স্বজনপোষণের অভিযোগ করে এদিন এই কথা বললেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই তার স্ত্রী রুজিরাকে কয়লা কান্ডে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার পরে তার উদ্দেশ্যে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু।