ভারতের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে ভারতীয় জনতা পার্টি তার প্রতি শ্রদ্ধা জানায় এবং আস্থা পোষণ করে। কমিশন বিজেপির প্রার্থী এবং নেতাদের কিছু বিধিনিষেধ দিয়েছেন। কিন্তু তারা ধরনায় বসে নি। তারা সম্মান জানিয়ে প্রচারের কাজ থেকে বিরত আছেন। এখানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তফাৎ। আরেকজনকে দেখুন মাননীয়া বলছিলেন গুজরাটের লোকেরা বাংলা দখল করছে। আর কলকাতায় বসে আছে গান্ধীজীর পদতলে। গান্ধীজী জন্মেছেন গুজরাটে। সেখানে তিনি ছবি আঁকছেন। বললাম ছবি কিনবে কে। সুদীপ্ত সেন জেলে। গৌতম কুন্ডু ও জেলে। ছবি কেনার লোক কোথায়। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন উত্তর 24 পরগনার হাবরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেই সভা থেকে কমিশনের বিধি-নিষেধ প্রসঙ্গে এই কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার বিরোধিতা করে তিনি মন্তব্য করেন। শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রী পা দেখাচ্ছেন। কখনো বলছেন খেলা হবে। আমরা তার হাতে রিপোর্ট কার্ড দেখতে চাই। যে কত উন্নয়নের কাজ তিনি রাজ্য করেছেন। আজকে মোদীজি শরণার্থীদের কথা ভেবে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে যারা চলে এসেছেন তাদের জন্য সিএএ এনেছেন। এরপর এই আক্রমণ করে তিনি বলেন, এই মুখ্যমন্ত্রী কথায় কথায় প্রধানমন্ত্রীকে শালা বলেন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন তুই কে। তোকে টাকার হিসাব দিতে হবে। তিনি যে ভাষা-সংস্কৃতি এই রাজ্যে চালু করেছেন তার হাত থেকে রক্ষা করা দরকার। এরপরে বিজেপির ইশতেহার নিয়ে বিস্তারিত বলেন শুভেন্দু অধিকারী।