মাননীয়া অহঙ্কারী দাম্ভিক তিনি ভাবেন তিনি একাই সব করবেন। একা করা যায় না। বাংলায় 10 বছরের অপশাসনে যে অগ্রসরতা তৈরি হয়েছে সেটা কাটানোর জন্য দিল্লির সরকারের সঙ্গে সমন্বয় দরকার।ডবল ইঞ্জিন সরকার বাংলার অনগ্রসরতা দূর করতে পারবে। তা থেকে সংখ্যালঘুরাও কোনভাবে বঞ্চিত হবেন না। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি উত্তরবঙ্গের মাথাভাঙ্গা এবং দিনহাটায় দলীয় সভা করেন। ফিরে এসে আবার সন্ধায় তারকেশ্বরে তার সভা করার কথা। এদিন শুভেন্দু সভা থেকে বোঝাতে চান তৃণমূল ব্যক্তিকেন্দ্রিক দল। শুভেন্দু বলেন, উত্তরবঙ্গের কি উন্নয়ন হয়েছে। কেউ কি বলতে পারবেন। মুখ্যমন্ত্রী প্রতিমাসে উত্তরবঙ্গে বেড়াতে আসেন। সেই জন্য 30 কোটি টাকা খরচ করে উত্তরকন্যা’-র প্রাসাদ তৈরি হয়েছে। দার্জিলিঙে প্রাসাদ তৈরি করা হয়েছে। কোচবিহারের ছেলেমেয়েরা কি কাজ পেয়েছেন? তাদের কি সরকারি চাকরি হয়েছে? চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষদের কলকাতায় ছোটা কি বন্ধ হয়েছে? কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উত্তরবঙ্গে এইমস তৈরি করা সার্বিক উন্নয়নের যে প্রতিশ্রুতি বিজেপির ইশতেহার দেওয়া হয়েছে সেই সম্বন্ধে বলেছেন শুভেন্দু অধিকারী। এর আগেও একাধিক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন বিভিন্ন দপ্তর থাকলেও আদতে ল্যাম্পপোস্ট ছিলাম। এমন দেখা গিয়েছে দপ্তরের সচিব তার মন্ত্রীর সঙ্গে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে কথা বলেন। মন্ত্রী পরে সেই সব জানতে পারেন। অনেকের মতে সেই কারণেই বিজ্ঞাপনে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের অনেক কিছু দিয়েও খুশি করতে পারিনি। গদ্দার মীরজাফর বলা হয়েছে। নন্দীগ্রামের নির্বাচন শেষ হওয়ার পরেই গোটা বাংলায় নির্বাচনী সভা করছেন শুভেন্দু অধিকারী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.