মধুকল্পিতা চৌধুরী ‘‘মহিলা হয়েও যাদবপুরকাণ্ডে তিনি কোনও বক্তব্যই রাখলেন না’’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতৃ অগ্নিমিত্রা পাল।
এদিন যাদবপুর ইস্যুতে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ৫সদস্যের প্রতিনিধি দল রাজভবনে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন একটি স্মারকলিপিও তুলে দেন বিজেপি নেতৃত্ব। এরপরেই এদিন অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘‘যাদবপুরে নিগ্রহের ঘটনার পরই র থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয় নি।’’
অপরদিকে, যাদবপুরের পড়ুয়াদের দাবি অগ্নিমিত্রা পালের বাউন্সাররা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এমনকি তাঁদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও অভিযোগ করেন তাঁরা। যদিও এদিন সমস্ত অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করেন অগ্নিমিত্রা পাল। এমনকি তাঁর কোনও বডি গার্ড নেই বলেও দাবি করেন তিনি। এ পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘‘দল থেকে কোনও বডিগার্ড দেওয়া হয়নি। এমনকি আমার নিজস্ব কোনও বডিগার্ডও নেই।’’ এমনকি পড়ুয়াদের মিথ্যে কথা না বলারও পরামর্শও দেন অগ্নিমিত্রা পাল।

https://youtu.be/T3rglUyJozM