আমি যাতে এখানে এসে প্রচার না করতে পারি তার জন্য যা যা করার পাকিস্তানিরা করেছে। আমাকে রোখা খুব মুশকিল আছে। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন তিনি। সেখানেই এক সভায় তিনি বলেন, এই জিনিসটা কেন হবে। সব দল থাকবে। সবাই লড়বে। সবাই তার নিজের কথা বলবে। ভালো মন্দ বিচার করে একজন কে ভোট দেবে। নির্বাচনে জয়-পরাজয় আছে। এটা আমার একার লড়াই নয়। সুফিয়ান দের হাতে নন্দীগ্রাম চলে যাবে কিনা তার লড়াই। মমতা ব্যানার্জি তো নমিনেশন করে পগারপার। বাকিটা করবে আব্দুস সামাদ সৈয়দ কাজী আর শেখ সুফিয়ান। বাসে করে কর্মসূচিতে গিয়েছেন বাস ভেঙেছে মহিলাদের মারধর করেছে। এর শোধ তুলতে হবে। মোদীজি এত ঘর দিয়েছেন। এই এলাকায় এত কাঁচা বাড়ি কেন? প্রশ্ন করেন শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত বলেন তিনি। এরপরে শুভেন্দু বলেন, ভয় মুক্ত পরিবেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট হবে। ভয় পাবেন না। এই সমস্ত মস্তানদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুভেন্দু অধিকারী কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করুন। এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।