নিজস্ব সংবাদদাতা: ‘স্বাস্থ্য সাথী কার্ড রাজ্য ছাড়া কোথাও চলে না, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডের সুবিধা সারা দেশের মানুষ পাচ্ছে। বিজেপি একমাত্র পার্টি যার ডিসিপ্লিন আছে। আমি মন থেকে বিজেপি দলটা করি। আগুনে ঝাঁপ দিতে বললেও রাজি আছি”। শিক্ষক দিবস উপলক্ষে নদীয়ার কল্যাণীতে এসে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী।
রবিবার সন্ধ্যাকালীন কল্যাণীর বিজেপির তপশিলি মোর্চার পক্ষ থেকে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় একটি দল। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছেড়ে কাশ্মীরে গিয়ে শ্রীনগরে পতাকা তুলে আত্ম বলিদান দিয়েছে বলেই আমি আপনি শান্তিতে আছি। না হলে ঘাড় ধাক্কা দিয়ে ঢাকা না হলে ইসলামাবাদে পাঠিয়ে দেওয়া হত। যেখানে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত এ রাজ্যের সাধারণ মানুষ, সেখানে স্বাস্থ্যসাথী আবার লক্ষীর ভান্ডার প্রকল্প তৈরী করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে বলছে আর্থিক সহযোগিতা করবে। যে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, শিক্ষাব্যবস্থা উচ্ছন্নে গেছে সেই সরকার নাকি ২০২৪-এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় এসে দেশ চালাবে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে জীবনে কোনদিন বাস্তবায়িত হবে না”।

5 COMMENTS

Comments are closed.