Rajib Ghosh– অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রায় দেড় ঘন্টার মত সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন সিবিআইয়ের দলে ছিলেন ছয়জন আধিকারিক এবং তিনজন আইনজীবী। সকাল 11 টা 35 মিনিট নাগাদ হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে যায় সিবিআই। সেখানে বিদেশে রুজিরার অ্যাকাউন্ট আছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়। বিদেশের অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে বা লেনদেন হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। তবে সিবিআই এর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। রুজিরা কে জিজ্ঞাসাবাদ করার এই পর্ব ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিষেকের শ্যালিকা মেনকা সিবিআইয়ের কাছে উত্তর দিয়েছেন। রুজিরা আর মেনকার বয়ানের সঙ্গে সেটা মিলিয়ে দেখবে সিবিআই। যদিও শান্তিনিকেতন থেকে বেরোনোর পর সংবাদমাধ্যমে সিবিআইয়ের কেউ মুখ খোলেননি। জানা গিয়েছে রুজিরার নাগরিকত্ব এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সিবিআইয়ের প্রশ্ন তালিকায় উঠে আসে। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সিবিআই কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা কে নোটিশ দেয়। এদিন নবান্নে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে যান। সেখান থেকে মমতা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছান।