2 মে বাংলা থেকে দিদির বিদায় নিশ্চিত। দিদিকে বিদায় দিন ধুমধাম করে। মমতা দিদি অনেক বড় নেত্রী। তাই ওকে ধুমধাম করে বিদায় জানানো উচিত। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দলীয় জনসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্য রাখেন। দুটি রাজনৈতিক কর্মসূচি করেন অমিত শাহ। আমডাঙায় রোড শো এবং নদীয়া চাপড়ায় জনসভা। অমিত শাহ বলেন, মমতা দিদি অনেক বড় নেত্রী। বাংলার মত রাজ্যে 10 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন। এই নেত্রীর বিদায় সম্মানের সঙ্গে হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বিদায় তখনই ধুমধাম করে হবে যখন বাংলায় বিজেপি দু’শোর বেশি আসন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য বিদায় নিশ্চিত করতে বিজেপিকে দু’শোর বেশি আসনে জেতান। এদিনের সভায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলার নির্বাচন অর্ধেক হয়ে যাওয়ার পরে পর্যটক এর মত রাহুল এসেছিলেন। এদিনের সভায় থেকে বাংলায় বিজেপির সরকার হচ্ছে বলে দাবি করলেন অমিত শাহ।