যখন মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মুখে কালো কাপড় বেঁধে মেয়ো রোডে বসেছেন তখন 3 বিজেপি নেতার উদ্দেশ্যে কমিশন নোটিশ পাঠিয়েছে। বিজেপির নেতা এবং প্রার্থী রাহুল সিনহার প্রচারের ওপর 48 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুভেন্দু অধিকারী কে সতর্ক করা হয়েছে। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের জন্য নির্বাচন কমিশন তার কাছে ব্যাখ্যা চেয়েছে। মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশের পর তৃনমূলের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই সব পদক্ষেপ করা হয়েছে। মমতা টুইট করে বলেছিলেন কমিশনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। তারপরেই বিজেপির তিন নেতার বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করেছে। অনেকের মতে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী রাহুল সিনহার বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ করায় মমতার ধর্না ম্লান হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছিল সেটা ম্লান হয়ে গিয়েছে। এর আগেও লোকসভা নির্বাচনের সময়ে ধর্মীয় উস্কানিমূলক প্রচারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর উপর নির্বাচন কমিশন 72 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল। দিল্লি নির্বাচনের সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি সাংসদ প্রবেশ ভার্মার উপর 72 ঘন্টা এবং 96 ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এদিন গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কালো কাপড় বেঁধে ক্যানভাসে ছবি আঁকলেন। সাড়ে তিন ঘন্টা পরে ধরনা তুলে বাড়ি ফিরে যান তিনি।