নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে তিনি ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তারপর অনেক বিজেপি নেতাই সেই বিষয়টি উল্লেখ করে কটাক্ষ করছিলেন। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ ও হচ্ছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এতে বিরক্ত। বিজেপির রাজ্য নেতৃত্ব কে এই বিষয়ে শীর্ষ নেতৃত্ব মমতার পায়ে আঘাত লাগা নিয়ে কোনো নেতাই প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না বলে জানানো হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতার ওয়েস্টিন হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে সেখানে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর এই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। বিজেপির হেস্টিংস এর দপ্তরে দলীয় কর্মীদের বিক্ষোভ হয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ ও জে পি নাড্ডা জানান, মমতার পায়ের চোট নিয়ে গণমাধ্যম বা প্রকাশ্য সভায় কোনো মন্তব্য করা যাবে না। দুটো বিষয়ে বলা যেতে পারে বলে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে। আমরা ওর আরোগ্য কামনা করি। উনি সুস্থ হয়ে উঠুক। বিজেপি নেতারা এই উত্তরটি দেবেন। যা বলার নির্বাচন কমিশন বলবে বলে জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনেকের মতে বিজেপি নেতারা যত বেশি কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে মাইলেজ পাচ্ছেন। বাংলার মানুষের সেন্টিমেন্ট কুড়োচ্ছেন মমতা। তাই এই বিষয়ে দলের নেতৃত্ব কি উত্তর দেবেন সেটি জানিয়ে দেওয়া হয়েছে।