Rajib Ghosh– দিল্লিতে দলীয় মিটিং ছিল। সেখানে আমি নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে বলেছি নন্দীগ্রামে আমি লড়াই করব না। অন্য কাউকে প্রার্থী হওয়ার জন্য বলব। এই কথাটা লিখেছে আনন্দবাজার পোটাল। আমি কেন একথা বলতে যাব? দল যেখানে আমাকে প্রার্থী করবে আমি সেখানেই লড়াই করব। দলীয় জনসভা থেকে নিজের বক্তব্যে এ কথা বলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারানোর জন্য কি কোনো বিখ্যাত মানুষের প্রয়োজন রয়েছে? সেখানে ধর্ষিতা রমণী রাধারানী আড়ি যথেষ্ট। নেত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। পুরুলিয়ায় এসে বলল পচা লোক গুলো দল থেকে বেরিয়ে গিয়েছে। নন্দীগ্রামে গিয়ে বলছে এখান থেকেই প্রার্থী হবে। সেখানে হায়দ্রাবাদের যারা উপস্থিত ছিল তারা বলল দাঁড়িয়ে যান। বলল ভবানীপুর বড় বোন,, নন্দীগ্রাম মেজো বোন, পরে কোন জায়গায় গিয়ে বলবে সেজো বোন। মায়েরা এই সরকারের পরিবর্তন করুন। এর পরে তিনি সভা মঞ্চ থেকে রাজ্যে পরিবর্তনের কথা বলেন। পুরুলিয়ার জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।