জয় শ্রীরাম শ্লোগানে মমতা দিদির অস্বস্তি হয়। কিন্তু মমতা ব্যানার্জিকে এখন চণ্ডীপাঠ করতে হচ্ছে। মন্দিরে মন্দিরে যেতে হচ্ছে। এটাই বিজেপির কৃতিত্ব। বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন পুরুলিয়ার বলরামপুর এর নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। সেখান থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এ কথা বলেন। যোগী আরো বলেন, তৃণমূল বাংলাকে শেষ করে দিচ্ছে। অরাজকতা চলছে। মোদীর হাত ধরে বাংলায় সুদিন ফিরবে। যে সকল কার্যকর্তা শহীদ হয়েছেন এবার আমাদের ন্যায় পাইয়ে দিতেই হবে। সবাই ভেবেছিলেন আমার সভায় ভিড় হবে না। কিন্তু এখন আমার সভায় জনসমুদ্র। কর্মীদের সভায় আসার জন্য আটকানো হচ্ছে। সব বাধা টপকে কর্মীরা সভায় আসবেন। কেউ আটকাতে পারবেনা। যোগী আদিত্যনাথ এর বক্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, আগে লোক জানত রাজ্যপাট থেকে লোকে সন্ন‍্যাস নেয়। এই প্রথম মানুষ দেখছে সন্ন্যাস জীবন থেকে লোকে ভোগের জীবনে আসে। আগে উত্তরপ্রদেশ সামলান। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব সময় গর্বের সঙ্গে বলেছেন যে তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার বাড়িতে কালীপুজো হয়। করোনাকালে প্রতিটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। সব ধর্মকেই তিনি শ্রদ্ধা করেন। নির্বাচনী জনসভা থেকে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।