Rajib Ghosh :- সিপিএমের মতাদর্শ নিয়ে রাজনীতি শুরু করেছিলাম। কিন্তু সিপিআইএম মুখে মানুষের কথা বললেও কাজে সেটা করেনি। সিপিএমের দ্বিচারিতার জন্য পরে তৃণমূল কংগ্রেসে সরাসরি যোগদান না করলেও অন্যান্যদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করি। তৃণমূল কংগ্রেস উন্নয়নের কথা বলে। যে ভাঙা সাইকেল নিয়ে তৃণমূল শুরু করেছিল কিছুদিনের মধ্যেই চার চাকার স্করপিও কিনেছে। যার গলায় ছোট্ট একটা মাদুলি ছিল কিছুদিনের মধ্যেই কয়েক ভরি ওজনের সোনার চেন ঝুলছে।এটাই কি উন্নয়ন? মানুষের কোনো উন্নয়ন হয়নি। এই ভাবেই তৃণমূলকে আক্রমণ করে বললেন বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। Campaign Calling Media-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এদিন এই কথা বলেন। তিনি আরো বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এ টাকা বরাদ্দ করা হয়েছে সেটাই অবাস্তব। এরপরে বিস্তারিতভাবে সেই বিষয়ে জানান তিনি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তাকে ডেকে পাঠানো হয়। তিনি তৃণমূলের হয়ে বলা শুরু করেন। কিন্তু তারপরেই তার সঙ্গে মতবিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার এসেছিল মানুষকে চাকরি দিতে। সেই জায়গায় রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি 13 টা চাকরি চুরি করছে আর চাকরি চাইতে গিয়ে সাধারণ মানুষ মার খেয়ে মরে যাচ্ছে।বাংলার মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই চেয়েছিল? এরপরে বাংলা আবাস যোজনা বাড়ি তৈরি নিয়ে কাটমানির প্রসঙ্গে বলেন রুদ্রনীল। তৃণমূলকে আক্রমণ করে তার বিস্তারিত বক্তব্য শুনুন। দেখুন ভিডিও