Rajib Ghosh– কলকাতার রানী রাসমণি রোডে পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি মঞ্চে পৌঁছে শিক্ষক ঐক্য মঞ্চের দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দেন। তার কথায় আন্দোলনকারীরা আশ্বস্ত হতে পারেননি। তখনই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারী মাদ্রাসার শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে চিৎকার করতে থাকেন। তাদের অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় তাদের দাবি পূরণ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেন নি। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। কলকাতার ধর্মতলা চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পার্শ্বশিক্ষকদের এই মঞ্চ থেকে চলে যান পার্থ চট্টোপাধ্যায়। এর আগে পার্শ্বশিক্ষকদের মঞ্চে এসে বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু 10 বছরেও কার্যকর করেনি তার সরকার। দীর্ঘদিন ধরেই পার্শ্বশিক্ষক রা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন।