Rajib Ghosh– নাটকে কবির ভূমিকায় জয় গোস্বামী আগে মঞ্চে আসতেন। পঞ্চম বৈদিক 2015 সাল থেকে কারুবাসনা অবলম্বনে নাটকটি মঞ্চস্থ করছে। সেই নাটকে এবার কবির ভূমিকায় মঞ্চে আসছেন কবি শ্রীজাত। তার প্রথম শো 14 ফেব্রুয়ারি। এই বিষয়ে কারুবাসনা নির্দেশক অর্পিতা ঘোষ বলেন, জয় গোস্বামী আমাদের সঙ্গে কাজ করেছেন। এখন শারীরিক কারণে পেরে উঠছিলেন না। কবির ভূমিকায় একজন কবিকেই দরকার তাই শ্রীজাত। এক সংবাদমাধ্যমে শ্রীজাত বলেন, অন্যরকম অভিজ্ঞতা। মঞ্চে কবি হিসেবেই আমায় আসতে হবে। জীবনানন্দের কবিতা পাঠ করতে হবে। যেটা ছোট থেকে বড় সকলের পছন্দের। এখনো প্রতিদিনের সঙ্গী। মঞ্চে এই চরিত্রে আসার আগে সেই প্রসঙ্গে শ্রীজাত বলেন, এর আগে জয়দা এই চরিত্রে মঞ্চে আসতেন। তার একটা চাপ আছে। চরিত্রটার প্রতি কতটা সুবিচার করতে পারব সেটা ভাবাচ্ছে। প্রথমবার শ্রীজাত নাটকে অভিনয় করতে চলেছেন।