ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি বেশকিছু চিঠি দিয়েছেন। তবে এই দিনের চিঠিতে ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন আপনি নিশ্চয়ই জানেন কোভিড রুখতে একমাত্র অস্ত্র টিকাকরণ। কিন্তু এখন চাহিদার সঙ্গে যোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বাংলার 10 কোটি মানুষ এবং সারাদেশের 140 কোটি মানুষের মধ্যে অতি ক্ষুদ্র অংশকেই এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন বিশ্বে প্রচুর ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যদি ভ্যাকসিন উৎপাদন করা যায় তাহলে তা আমদানি করা যাবে। এই বিষয়ে এক্ষুনি সক্রিয়তা প্রয়োজন। বিশ্বের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা গুলো ফ্র্যাঞ্চাইজি করে উৎপাদন করতে পারে। এর জন্য বাংলায় জমি দেওয়া সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার ক্ষোভ জানিয়েছেন তিনি। তবে এদিন তিনি ভ্যাকসিন উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন।