Rajib Ghosh– শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লড়াই। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ মিছিল এর মাধ্যমে রাজ্যবাসীর কাছে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বক্তব্য পেশ করছে। তবে শুধুমাত্র যে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখছেন তা নয়। এবার সেই বক্তব্যের মধ্যে উঠে আসছে হামলা পাল্টা হামলার কথা। TMC মারতে বললে BJP পাল্টা মারের কথা বলছে। TMC হুমকি দিলে BJP-ও পাল্টা হুমকির কথা বলছে। এদিন বীরভূমের দুবরাজপুর জেলা TMC সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘর থেকে বের হতে দেব না। বের হলে ঠ্যাং ভেঙে দেবো। যদি পারেন কিছু করে নেবেন। সাবধান। এবার তার পাল্টা বললেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বীরভূমের ময়ূরেশ্বর দলীয় সভায় বলেন, আমাদের কর্মীর একটা ঠ্যাং ভেঙেছ। আমরা তোমাদের দুটো ঠ্যাং ভেঙে দেবো। তার কথায়, রাম নাম শুনলে দিদি রেগে যাচ্ছেন। গাড়ি থেকে নেমে যাচ্ছেন। মঞ্চ ছেড়ে দিচ্ছেন। দিদি এবার রাম নাম শুনলে নবান্ন ছেড়ে পালিয়ে যাবেন। এদিনের সভায় TMC-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন Raju Bandyopadhyay তিনি আরো বলেন, খেলা এই মাটিতেই হবে। BJP-র ছেলেরা খেলবে। ভয়ঙ্কর খেলা হবে। যে যে ধরনের ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হবে। বীরভূমে 11- 0 করতে হবে। অনুব্রত মণ্ডলের গুন্ডার দল খেলতে হলে মেরে ঠ্যাং ভেঙে দিন। কাউকে ছাড়বেন না। সারা বাংলা জুড়ে যেভাবে রামের নামের ধ্বনি উঠছে দিদি এবার বাংলা ছেড়ে পালিয়ে যাবে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে।